রিয়াজ উদ্দীন মাসুম সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড পৌরসভার সন্ত্রাসী জাফর আলী( ৪০)দুই সহযোগীসহ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬ টা ৪৫ মিনিটে সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মহাদেবপুর তেলীপাড়া এলাকাস্থ কেন্দ্রীয় ঈদগাহ হাইস্কুল মাঠ সংলগ্ন একটি চারতলা ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার পুলিশের একটি চৌকস টীম।এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২২শ পিচ ইয়াবা। গ্রেফতার জাফর সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে তার সহযোগী আব্দুল মান্নান প্রকাশ মনা( ৩৮)একই এলাকার ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মহাদেবপুর ইকোপার্ক সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও মো: রুবেল একই ওয়ার্ডের মৌলভী পাড়ার বাসিন্দা হানিফ মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধেও অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সীতাকুণ্ড থানার ।ওসির নির্দেশে এস আই নাসুরুল উল্লাহ রুবেল।এ এস আই জমির সহ সঙ্গী ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করে। সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন (পিপিএম) জানান মহাসড়কে নাশকতার করার লক্ষ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে ওসির নির্দেশে একটি পুলিশের একটি দল এই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাফর আলী ও আব্দুল মান্নান ও রুবেলকে আটক করা হয়।
এই সময়ে তাদের দেহ তল্লাশি করে ২২শ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন (পিপিএম) বলেন গ্রেপ্তার জাফর সীতাকুণ্ডের আরেক এাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন -কমান্ড।তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজি, ধর্ষণস, বিস্ফোরক, ভাংচুর, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৬ টি মামলা আছে। এই ছাড়া আব্দুল মান্নান এর বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।বলে জানা গেচে।