রিয়াজ উদ্দীন মাসুম সীতাকুন্ড সংবাদদাতাঃ
সীতাকুণ্ড আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন উদ্যোগে বিশাল জনসভার আয়োজন করা হয়। জানা যায় গতকাল বিকাল ৩ টায় টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।সভায় সঞ্চালায় করেন ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারসহ শত শত নেতাকর্মী প্রমুখ। আলহাজ্ব এস এম আল মামুন বলেন নৌকা মার্কা ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই। তিনি ভোটারদের আশ্বস্ত করেন,তাকে নির্বাচিত করলে সর্বপ্রথম অত্র অঞ্চলে সু-শিক্ষিত ও অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলবে।তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করা আহ্বান জানান কিন্তু কেউ কারো পক্ষ নিয়ে কাউকে খাটো করার চেষ্টা করবেন না। এটা যদি কেউ করে তাহলে মনে করতে হবে,সে নৌকাকে ডুবানোর জন্য পায়তারা করছে।মনে রাখতে হবে শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যেতে হবে।কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নেই।