1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

সীতাকুণ্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি হলেও এগিয়ে আছেন নৌকার মাঝি এস এম আল মামুন

 খায়রুল ইসলাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

 খায়রুল ইসলাম,  সীতাকুণ্ডঃ 

সীতাকুণ্ড আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুন এর ভূমিকা অনেক। তিনি যখন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান থাকায়  অবস্থায় অনেক উন্নয়ন করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকে মনোনীত করেছেন। আমি সীতাকুণ্ডকে একটা  মডেল সীতাকুণ্ড হিসেবে গড়ে তুলবো। তিনি সবাইকে আহ্বান জানাই যেন নৌকায় ভোট দিয়ে তাকে  জয় যুক্ত করে। এস এম আল মামুন জনপ্রিয়তার কারণ ওনার পিতা: মৃত এ বি এম আবুল কাসেম মাষ্টার বার বার সংসদ সদস্য থাকায় তৃণমূল নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক ছিল । এবং  ওনার পিতা  ব্যাপক  উন্নয়ন করে। প্রতি টা মানুষ এর সাথে আন্তরিকতা ও ভালোবাসা থাকাই ওনার যোগ্যা ছেলে এস এম আল মামুন  দুই  দুইবার উপজেলা চেয়ারম্যান হয়। তিনি যখম উপজেলা চেয়ারম্যান ছিলেন তখন ব্যাপক উন্নয়ন করে  যেমন কালভাট  রাস্তাঘাট। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা,। তিনি নির্বাচনের প্রচারণায় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মানুষের মাঝে বিফল উৎসহ  উদ্ভাপনা সৃষ্টি করেন। প্রতিশ্রুতি মধ্যা উল্লেখযোগ্য রয়েছে তিনি আংশিক আকবর শাহ থেকে সীতাকুণ্ড পর্যন্ত মডেল করে গড়ে তুলবে।, তিনি  আর ও বলেন বাংলাদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে প্রতিদিন ২-৩ ঘন্টা কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে। মহাসড়কে শৃংঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে যা যা করা দরকার সব করা হবে। মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে। আমদানি-রপ্তানি পণ্য যাতে সহজে গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষ্য কাজ করব।মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এস এম আল মামুন বলেছেন, আমার বাবা কাসেম মাস্টার কাট্টলীবাসীর জন্য হাশেম-নাজের হাসপাতাল ও ৯নং ওয়ার্ডে স্বল্প আয়ের মানুষের জন্য বঙ্গবন্ধু স্কুল প্রতিষ্ঠা করেন। আমিও নির্বাচিত হলে এ ২ ওয়ার্ডে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের চেষ্টা করব। একটি বৃহৎশিল্প ও জনবহুল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন খুবই জরুরী।সোমবার (১ জানুয়ারি) নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে জনতার উদ্দেশ্য দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।এস এম আল মামুন জনগণকে ভোট কেন্দ্র নেওয়ার জন্য প্রতি টা ওয়াডে ওয়াডে  কর্মী সমাবেশ প্রতিটা ইউনিয়নে জনসমাবেশ করেন। পৌর সদরে শোডাউন সহ লিফলেট বিতরণ করেন। তিনি প্রতিটা মানুষকে ভোট কেন্দ্র যাওয়ার জন্য আহ্বান জানাই। এবং প্রচার প্রচারণা রেলি সহ উনার পরিবারের স্ত্রী ছেলে সহ মহিলা আওয়ামী লীগ  যুবমহিলা লীগ নিয়ে উনার স্ত্রী নেতৃত্বে  প্রতিদিন উঠান বৈঠক করেন। ১নং ইউনিয়ন হতে ১০নং ইউনিয়নের চেয়ারম্যান গন রাতদিন প্রচার  প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন।নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য রাত দিন নেতা কর্মীরা চেষ্টা করে যাচ্চেন।এই কারণে নৌকার বিপুল ভোটে ব্যবধানে নির্বাচিত হবে বলে সচেতন মহল মনে করেন।এস এম আল মামুন বলেন চট্টগ্রাম শহরে প্রায় ৫০ হাজার সীতাকুণ্ডবাসী বসবাস করেন। পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মিলে প্রতিদিন হাজার হাজার লোক চট্টগ্রাম শহরে আশা যাওয়া করে।তাই আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে, সীতাকুণ্ড হতে চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে। সুতরাং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হলে ৭ জানুয়ারি আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিন। এইদিকে স্বতন্ত্র প্রার্থী  আলহাজ্ব মোহাম্মদ লায়ন ইমরান প্রার্থীতা ফিরে পাওয়ার পর থেকে সাবেক জাতীয় পার্টির এমপি আইনুল কামাল সাথে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম উনার ছেলে উনার স্ত্রীকে নিয়ে সাথে কিছু সুশীল সমাজের লোক নিয়ে ঈগল মার্কার  প্রচরনা চালিয়ে যাচ্ছেন।এবং  বিভিন্ন ভোটারদের ধারে ধারে ঘুরচেন। তিনি ও নির্বাচিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টির দিদারুল কবির দিদার জাতীয় পার্টির পক্ষ থেকে দলীয়ভাবে লাঙ্গল মার্কার প্রচারণা চালাচ্ছেন। তিনি বিভিন্ন এলাকায় দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে গণসংযোগ চালাচ্ছেন। তিনি ইতিপূর্বেও জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন। তিনি নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি