স্টাফ রিপোর্টার সীতাকুণ্ড চট্টগ্রাম: বাজারে সবজির দাম উর্ধ্বগতি থাকায় স্বল্প আয়ের লোকজনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের সবজি বিক্রি”কৃষক বাজার” চালু হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় সীতাকুণ্ড পৌরসভার সামনে কৃষকদের সরাসরি বিক্রির বাজার উদ্বোধন করেন ইউ এন ও কেএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসচিব মো.নজরুল ইসলাম, সিকিউর সিটির ম্যানেজার, জামাত নেতা মো. আবুল হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।সবজির বাজার উদ্বোধনের পর পরই মূহুর্তের মধ্যে বাজারের সবজি সব বিক্রী হয়ে যায়। কৃষক বাজারে সবজির দাম নির্ধারণ করা হয়েছে ঝিংগা৫৫ টাকা, বেন্ডি ( ঢেড়স) ৫৫ টাকা,লাউ বড় সাইজ ৫৫ টাকা,একটু ছোট সাইজ ৫০ টাকা,মিষ্টি কুমড়া, প্রতি পিচ ৮০ টাকা( দুই থেকে তিন কেজি,) লাল শাক ২০ টাকা,ডিম ১৬জন ১৪০ টাকা।তবে এক কেজির অধিক সবজি কেনা যাবে না। সবজি বাজার উদ্বোধনকালে সীতাকুণ্ডের ইউ এন ও বলেন, বাজারে সবজির যেই উর্ধ্বগতি তা স্বল্প আয়ের।
লোকজন ক্রয় ক্ষমতার বাহিরে, তাই আমরা কৃষি অধিদপ্তরের সহায়তায় সর্বসাধারণ ক্রেতারকে ন্যায্য মূল্যে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছি।এতে স্বল্প আয়ের লোকজন উপকৃত হবেন।