সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে ভূমি অফিসে বাদী বিবাদী উভয় পক্ষে যুক্তিতর্কের জন্য গণশুনানীতে সেবা প্রার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।জানা যায়,আজ সোমবার দুপুর ১১টা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভমি) মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে নামজারী মামলা,মিছ মামলাসহ বিভিন্ন মামলার গণশুনানী অনুষ্ঠিত হয়। সেবা নিতে আসা সেবা প্রার্থীদের যুক্তিতর্ক শুনে দ্রুততম সময়ের মধ্যে আদেশ দেন।সেবা প্রার্থী আব্দুর রহমান জানান,স্যারের এধরনের শুনানীতে কারো মনে সন্দেহ থাকবে না এবং আমার কাজও আশা করি হয়ে গেলে আমি খুশি।এতে উপস্হিত ছিলেন,ভূমি অফিসের পেশকার মোঃ সবদের হোসেন,নাজির মোঃ নুরুদ্দীন হাসনাত,অফিস সহকারী নাজিমুদ্দিন,ক্রেডিট চেকিং সজিব দাস, সার্টিফিকেট অফিস মোঃ সালাউদ্দিন,কর্মচারী ফজলুসহ অন্যান্যরা।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন বলেন,কারো মনে যেন কোন ধরনের সন্দেহ না থাকে এজন্য আমি ধারাবাহিক ভাবে গণশুনানী করে থাকি।