1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

সীতাকুণ্ডে বন্যায় ক্ষতিগ্রহস্হ মৎস্য চাষীদের মধ্যে বিনামূল্যে পোনা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

রিয়াজ উদ্দীন মাসুম (সীতাকুণ্ড) চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বন্যায় ক্ষতিগ্রহস্হ মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা বিনামূল্যে বিতরন করা হয়েছে।মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী জানান, চাষীমৎস্য দপ্তরের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৭ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৫৮.০০ হেক্টর মৎম্য প্রকল্পের ৪৪৪ কেজি রুই, মৃগেল জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর বেলা বারোটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পোণা বিতরণ করেন ইউ এন ও কে এম রফিকুল ইসলাম।সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম রফিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাম্মত তাহমিনা আরজু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আলমগীর বাদশা, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংবাদিক নাসির উদ্দিন অনিক, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম।এসময় মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী বলেন, অতিসম্প্রতি বন্যায় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় সাড়ে ৮ কোটি টাকা হয়েছিল।সেই সুবাদে মৎস্য অধিদপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ক্ষতিগ্রস্তদের সহায়তার অংশ হিসেবে ৯৭ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৫৮.০০ হেক্টর জলাশয়ে ৪ শত ৪৪ কেজি রুই মৃগেল জাতীয় মাছের পোনা বিতরণ করা কালে মৎস্যচাষী খোকন জানায়,বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রহস্হ হয়েছি,সেই অনুযায়ী এই অনুদান নামাত্রক হলেও কর্তৃপক্ষ কে ধন্যবান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি