1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

সীতাকুণ্ডে হিউম্যান প্যাপিলুমা (HPV) ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার সীতাকুণ্ড চট্টগ্রাম : চট্টগ্রাম সীতাকুণ্ডে হিউম্যান প্যাপিলুমা (HPV) ভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহষ্পতিবার( ২৪ অক্টোবর) সকাল ১১ টায় বাশঁবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.নুর উদ্দিন এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের , উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তাহমিনা আরজু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফা আলম সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুনা বড়ুয়া, সীতাকুণ্ড মডেল থানার এস আই আমিরুল, ,বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানা যায়, সীতাকুণ্ড স্বাস্থ্য বিভাগের অধীনে সর্বমোট ২২৭০০ জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে এক ডোজের একটি হিউম্যান প্যাপিলুমা ভাইরাস ভ্যাকসিন জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধক টিকা । সর্বমোট ২৫০ টি স্কুল কেন্দ্র এবং ২৪০ টি কমিউনিটি কেন্দ্রে এই টিকা প্রদান করা হচ্ছে । ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬৪০ জন কে অর্থাৎ শিক্ষার্থীকে(৫ম থেকে ৯ম শ্রেণী)।পরবর্তী ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পর্যায়ে আগামী ৮ .১১. ২০২৪ থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হবে। এই টিকা প্রদান করা হচ্ছে আজকের স্থায়ী কেন্দ্রগুলোতে বাদ পড়া শিক্ষার্থীরা আগামী খোলার দিন কেন্দ্রগুলোতে টিকার সুযোগ পাবেন। প্রতিটি স্কুলে জন্ম নিবন্ধন এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রেক্ষিতে টিকা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি