সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি: জানা যায় আজ ২ইং জুন (রবিবার)সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ” উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বিষয়ক ” ২ দিন ব্যাপী প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ১০০ জন মৎস্যজীবীকে এবং ” মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক ১ ব্যাচে ২৫ জন নৌকার মালিক ও মাঝিকে উপজেলা কনফারেন্স রুমে প্রশি প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে অনলাইনে সংযুক্ত ছিলেন জনাব শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা মৎস্য কর্মকর্তা, চট্টগ্রাম এবং ডিপিডি, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, চট্টগ্রাম বিভাগ। প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে. এম. রফিকুল। ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার,সীতাকুণ্ড, চট্টগ্রাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা, সীতাকুণ্ড ;জনাব জান্নাতুল নাঈম, মেরিন ফিশারিজ অফিসার, সীতাকুণ্ড।