স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের অপসারণের দাবিতে গতকাল ১১টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন করেছে। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল কামাল জানান, সাব- রেজিস্ট্রার রায়হান হাবীব দলিল লেখকগণকে প্রত্যেকটা দলিলে আইনের বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। এর আগে দলিল লেখকেরা কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে। এদিকে সাব- রেজিস্ট্রার ও দলিল লেখকদের মুখোমুখি অবস্থানের ফলে ভোগান্তিতে পড়েছেন জমির দাতা-গ্রহীতারা। অবিলম্বে এর সুষ্ঠু সমাধান চান তারা। সংবাদ সম্মেলনে আরও জানান, ওয়ারিশ সনদ দিয়ে দলিল করলে, প্রকাশ নাম থাকলে, খাজনার দাখিলায় আবাসিক থাকলে, পাওয়ার দিয়ে আংশিক বিক্রি করলে ও পুরাতন আম-মোক্তারনামা দ্বারা দলিল সম্পাদন করলে ইচ্ছামতো ঘুষ দাবি করেন তিনি। সর্বশেষ গত ৭ই অক্টোবর দলিল লেখক মো. হারুন অর রশিদকে সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব হেনস্থা করেন। হারুন ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে মিথ্যা অজুহাত দেখিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং তার লাইসেন্স বাতিল করার হুমকি দেন। এদিকে সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলিল লেখক সমিতির কতিপয় বিপথগামী দলিল লেখক সাব-রেজিস্ট্রারকে তারা যেভাবে দলিল লেখবেন সেভাবেই দলিল করে দিতে হবে তাদেরকে এক্ষেত্রে তারা আইন-কানুন মানতে নারাজ। এটা মূলত একটি সিন্ডিকেট যা জনগণের ভোগান্তির কারণ। তাদের স্বার্থে আঘাত লাগায় তারা আমাকে বদলি করার জন্য উঠে পড়ে লেগেছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রফিক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ কামাল, মো. বেলাল হুসেন, মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।