1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তর’ র ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় ‘ র কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

রিয়াজ উদ্দীন মাসুম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৪ ইং) দৈনিক যুগান্তর’ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক এস এম ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময় ‘ র সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি আব্দুল্লাহ আল কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ্য সীতাকুণ্ড প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ছে। এ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে খাইরুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি) ও মো: নজরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সবুজ শর্মা শাকিল (আজকের পত্রিকা), ক্রিড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মো: সালাউদ্দিন (দৈনিক যায় যায় দিন), অফিস পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক নির্বচিত হয়েছেন মো: আবুল খায়ের (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী (দৈনিক আলোকিত সকাল)। পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে থাকবেন সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
সকাল ১০ টা থেকে উৎসবমুখর পরিবেশে বিকাল ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এভোকেট, সাংবাদিক মো: নাছির উদ্দিন, নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মো: দেলোয়ার হোসাইন খান ও বাবুল ভূইয়া বাবলা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলর মো: শামসুল আলম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আহ্বায়ক ডা: কমল কদর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব কাজী মো: মহিউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মো: মীজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর তহীদুল হক চৌধুরী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার, সীতাকুণ্ড উপজেলার জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, সীতাকুণ্ড উপজেলার পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ নিজামী প্রমুখ।

নির্বাচিত সভাপতি এস এম ফোরকান আবু বলেন আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করচেন। ইশাআল্লাাহ আমি সীতাকুণ্ডে প্রেসক্লাবকে একটা মডেল প্রেসক্লাব হিসাবে গড়ে তুলবো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি