সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুন লেগে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের আদর্শগ্রাম শিমেরখাল আশ্রয়ন প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে যারা মারা গেছেন তারা হলেন- শিমেরখাল গ্রামের দিনমজুর এমারুল মিয়া (৫৫), তার স্ত্রী পলি আক্তার (৪৫), শিশুসন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)। অগ্নিদুর্ঘটনায় ৬ জনের প্রাণহানীর বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ওসি এনামুল হক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২ টার পরে শিমেরখাল আশ্রায়ন প্রকল্পের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এমারুল, তার স্ত্রী ও চার সন্তান। পাশের ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করতে থাকে। কিন্তু ভেতর থেকে এমারুল ও তার পরিবারের কারও সাড়া মিলেনি। পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ভেতরে ৬ জনের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।