সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এসময় গাছের নিচে পড়ে নারী সহ ২জন নিহত হয়েছে।
গতকাল রোববার বিকেল ৩টা দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়,এতে করে উপজেলার ধোপাডাঙ্গা,ছাপরহাটী, কঞ্চি বাড়ি, চণ্ডিপুর,ডেল্টা,শান্তিরাম, রামজীবন, সর্বানন্দ ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হাজার হাজার গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে। এসময় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। এছাড়াও শত শত ঘরবাড়ি বসতঘর ভেঙ্গে ওঘরেরচাল উড়ে যায়। এদিকে ঝড়ের সময় গাছের নিচে পড়ে উপজেলার কিশামত হলদিয়া (দোআরা)
গ্রামের ছলেমন মেকারের স্ত্রী ময়না বেগম৫৫, ও সর্দারপাড়া গ্রামের দুলা মেম্বারের ছেলে আঃ ছালাম ৫০ নিহত হয়। বর্তমানে ঝড়কবলিত এলাকাগুলোতে ভীতি কর অবস্থা বিরাজ করছে।