সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ডেওডোবা গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ বাণ্ডিল ঢেউ টিন, নগদ ৬ হাজার টাকা পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল,বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা প্রমূখ।
জানা যায়, শনিবার (৩ এপ্রিল) আনুমানিক রাত দুই টারদিকে আগুন লেগে ডেওডোবা গ্রামের মৃত হাছেন আলীর পুত্র আঃ হামিদ মিয়া (৫২) একটি বসত ঘর, একটি বাছুর গরুপুড়ে যায়। আগুন নেভানোর চেষ্টা কালে স্বামী- স্ত্রীর শরীর আংশিক পুড়ে হয়ে যায়। এসময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
অসহায় ভুক্তভোগী পরিবার জানান, কিভাবে এই আগুন লাগলো আমরা কিছুই জানিনা, অনুমান ও করতে পারি নাই কি থেকে কি হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।’