এশিয়া কাপে সুপার ফোরের লড়াই শুরু আজ। প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
আজ বুধবার বিকেলে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
দেশ ছাড়ার আগে এই সুপার ফোরে খেলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন টাইগার দলপতি সাকিব ও হেডমাস্টার হাথুরু সিংহে। সে আশা পূরণ হয়েছে, স্বপ্নটা এখন আরও উপরে। এর আগে তিন তিনবার ফাইনালে খেলে শিরোপা ছুঁতে না পারার হতাশা এবার দূর করতে চায় বাংলাদেশ।
তবে মাঠে নামার আগের দিন মঙ্গলবার বড় দুঃসংবাদই পেয়েছে টাইগার শিবির। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে। তবে নতুন করে দলে যুক্ত হয়েছেন লিটন দাস। এর আগেই টাইগার এই ওপেনার পাকিস্তানে পৌঁছেছেন।
বাংলাদেশ শিবিরে ইনজুরির ধাক্কা থাকলেও পাকিস্তান শিবিরে নেই কোনো সমস্যা। বাবর আজমের দলের সব ক্রিকেটারই পুরোপুরি ফিট আছেন। যদিও লিটন দাস ফেরায় ওপেনিং নিয়ে টাইগার ম্যানেজমেন্টের কিছুটা দুশ্চিন্তার মেঘ কেটেছে। কেননা শাহিন আফ্রিদি, নাসিম শাহ কিংবা হারিস রউফের মতো তারকা পেসারদের সামলানোর দায়িত্ব শুরুতে ওপেনারদেরই নিতে হবে।
অবশ্য পাকিস্তানের ঘরের মাঠ বলে কথা, সে কারণে তাদের গায়েই ফেভারিটের তকমা লেগে আছে। বাবরের দল ওয়ানডেতে সম্প্রতি র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে। যদিও ছেড়ে কথা বলবে না টাইগাররাও। আফগানদের বিপক্ষে দেখানো দাপুটে মনোভাব নিয়েই পাকিস্তানের মোকাবিলা করতে চাইবেন সাকিবরা।