1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

সুশীলন কর্তৃক আয়োজিত, সিপিপি স্বেচ্ছাসেবকদের জন্য আগাম সতর্কীকরণ বার্তা প্রচার বিষয়ক আলোচনা সভা

মোঃ আল আমিন, ভোলা, মনপুরা উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আলোচনা বিষয়বস্তু দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসুচি ( WFP) বাস্তবায়নে : সুশীলন। CAA& SRSPপ্রকল্পের আওতায় সিপিপি স্বেচ্ছাসেবকদের জন্য আগাম সতর্কীকরণ বার্তা( লাস্ট – মাইল)প্রচার বিষয়ক ওয়ারেন্টেসন ও ইউনিয়ন ভিত্তিক স্থানান্তর পরিকল্পনা প্রস্তুতকরণ সভা।
সভায় সিপিপিদের কার্যক্রম ও তাদের প্রশিক্ষণ দেওয়ায় ।
সিপিপি নারী সদস্যদের আলাদা নারী ও শিশুদের সংরক্ষণ ও গর্ভবতী মহিলাদের দুর্যোগ কালীন সময়ে কিভাবে দেখভাল করা যায় সে বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।
আজকের সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, জনাব মোঃ নিজাম উদ্দিন সাহেদ, টিম লিডার সিপিপি ৫ নং কলাতলী ইউনিয়ন

উপস্থিত ছিলেন , প্রধান অতিথি জনাব, বিপুল মন্ডল সুশীলন মনপুরা উপজেলা সমন্বয়কারী, উপস্থিত ছিলেন মোঃ জাফর ইকবাল অফিসার সুশীলন ৫নং কলাতলী ইউনিয়ন, উপস্থিত ছিলেন মোঃ সাহাবুদ্দিন ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ, উপস্থিত ছিলেন দেশের কন্ঠের প্রতিনিধি, জনাব মোঃ মিজানুর রহমান ।

শুরুতে সিপিপি স্বেচ্ছাসেবকের টিম লিডার মিশু আক্তার নিলয় তিনি ঘূর্ণিঝড়ের তিনটি সতর্ক বার্তা সম্পর্কে আলোচনা করেন। এবং গর্ভবতী মায়েদের উদ্দেশ্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন দূর্যোগের সময় তাদের কে আশ্রয় কেন্দ্রে নিতে রাস্তা সাঁকো পরে প্রচুর জলোচ্ছ্বাসের সময় গর্ভবতী মা দেরকে জীবন বাজি রেখে আশ্রয় কেন্দ্রে নিতে হয় সেই ক্ষেত্রে, একটি ইস্পিট বোট ও রাস্তা মেরামত করার ব্যবস্থা করা হোক।

সিপিপি সদস্য, মোঃ লোকমান পাটোয়ারী বলেন প্রবল বেগে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয় তখন প্রচুর পরিমাণ গবাদি পশু মারা যায়, এই জন্য একটি উচ্চু কিল্লার জন্য জোর দাবি করছি, সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমে সিপিপি স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্যে, কিছু দিকনির্দেশনা মূলক বক্তব্য ও দুর্যোগের সময় গর্ভবতী মায়েদের বেপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং স্বেচ্ছাসেবক ভাইদের জোর দাবি,সুশীলনের উদ্দ্যতম কর্তৃপক্ষের নিকট পেশ করব।বলে আজকের সভা সভাপতির সম্মতি ক্রমে সমাপ্ত ঘোষণা করা হলো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি