1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

সু-পুকুরিয়া ইউনিয়নের চাঁদনী আক্তার করোনা রোধ কল্পে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সেবামুলক কাজ করে যাচ্ছেন

গাজী আনোয়ার হোসেন
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
সু-পুকুরিয়া ইউনিয়নের চাঁদনী আক্তার করোনা রোধ কল্পে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সেবামুলক কাজ করে যাচ্ছেন
চাঁদনী আক্তার

যশোর চৌগাছা প্রতিনিধিঃ

যশোর জেলার  চৌগাছা উপজেলার সু-পুকুরিয়া ইউনিয়নের আওয়ামীলীগের তৃণমুলনেত্রী চাঁদনী আক্তার ।চাঁদনী আক্তারের জন্ম গোপালগঞ্জ । তার পিতা- শেখ সিরাজুল ইসলাম , মাতা- রেহেনা বেগম । তার পিতা ছিলেন একজন সমাজ সেবক ( বীর মুক্তি যোদ্ধা ), মাতা একজন আদর্শ গৃহিনী । শ্বশুর বাডি চৌগাছার সু- পুকুরিয়া ইউনিয়ন । স্বামী-হাসানুল কবির একজন আদর্শ সমাজ সেবক ও ব্যবসায়ী ।তার এক মেয়ে এক ছেলে ।

চাঁদনী আক্তার ছোট বেলা থেকেই বাবার  অনুপ্রেনায় আওয়ামী লীগ করেন । বঙ্গবন্ধুর স্মৃতিকে বুকে ধারণ করেন । সেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলকে ভালবাসেন ।  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মহামারী করোনাভাইরাস রোধকল্পে এলাকার মানুষের পাশে দাডিয়ে সেবামুলক কাজ করে যাচ্ছেন ।

তিনি বললেন , সেবা করে আজীবন মানুষের পাশে থাকতে চাই । তিনি আরও বললেন , গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করে সামান্য ভোটে পরাজিত হয়েছিলাম । হাইব্রিড আওয়ামালীগ নেতারা আমাকে ভোটে হারিয়েছিলেন, কারণ নারী নেত্রীত্ব তারা পছন্দ  করেন না । তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচন-২০২১  ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী হিসাবে আবারও নির্বাচন করবো ।

তিনি এলাকা বাসীর নিকট দোয়া ও সমর্থন চান । তার শেষ ইচ্ছা তিনি আজীবন মানুষের পাশে থাকতে চান এবং সেবাধর্মী কাজ করে বেঁচে থাকতে চান ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি