1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

সেতু ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যার্ত মানুষদের আশ্রয়দান ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

গোলাম মোস্তফা বুলবুল জেলা প্রতিনিধি নোয়াখালী: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা রসুলপুর ইউনিয়নের সেতুভাঙ্গা সেতু ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্ত মানুষদের আশ্রয়দান ও তিন বেলা খাওয়ার ব্যবস্থা করেন।সেতু ফাউন্ডেশন বন্যার্তদের আশ্রয় দেন নিম্নোক্ত জায়গা সমুহ ২নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেতুভাঙ্গা ইবতেদায়ী মাদ্রাসা, মোল্লা মার্কেট সেতুভাঙ্গা পশ্চিম বাজার, নিউমার্কেট সেতুভাঙ্গা দক্ষিণ বাজার, আশরাফুল উলুম মাদ্রাসা বড় ভাই দরজা, ডেনমার্ক প্রবাসী বেলাল মিয়া তিনতলা বাসা, এই ছাড়া বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, কাদিরপুর ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন প্রায় চার হাজার প্যাকেট শুকনো ও ভারী খাবার দেন।যার প্রতি প্যাকেটে মুড়ি ১ কেজি, চিড়া১ কেজি, গুড় আধা কেজি, চাঊল ৫ কেজি, আলু 2 কেজি, সয়াবিন তেল এক লিটার,পেয়াজ এক কেজি। সেতু ফাউন্ডেশনে তিন বেলা খাবার অর্থের যোগান দেন, আকাশ মা ফ্লাইউড ইন্ডাস্ট্রিস কর্ণদার, টিএম অটো রাইস মিলের কর্ণদার পিকু, ব্যবসায়ী জসিম, এস এম শাহাবউদ্দিন শিল্পপতি ও সমাজসেবক, আকবর রসুলপুর অটো রাইস মিল, স্টার অটো রাইস মিল কর্নদার মোশারফ হোসেন, চাকুরিজীবী সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ আছেন। সেতু ফাউন্ডেশনপরিচালনায় মোহাম্মদ আলমাসউর রাহী,মোঃ সোহেল, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফারুক, ইকবাল, মঞ্জু, নিলয়, হাসান, নিরব সহ শতাধিক এান কার্যক্রম গ্রহণ প্যাকেজিং ও বিতরণে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি