সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে স্বাস্হ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবীতে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২মে রবিবার দুপুরে কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এফাজউদ্দিন সহ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী মমতাজ আলী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাস মিনিবাস চলাচল বন্ধ করে সরকার। আজ চালক হেলপার মানবেতর জীবনযাপন করছে। আমরা সরকারের কাছে আকুল আহবান করছি স্বাস্হ্যবিধি মেনে পরিবহন চালু করলে অনেক শ্রমিকের উপকার হবে।