1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে ভ্রাম্যমান আদালত। ওই সাত মাদকসেবীকে বুধবার (৮ সেপ্টেম্বর) আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। দিনব্যাপী সৈয়দপুর উপজেলার ঢেলাপীর, বাঙ্গালীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার মৃত ওয়াজীউল্লাহর ছেলে রেজাউল করিম খোকন (৪০), ঢেলাপীর এলাকার একরামুল হকের ছেলে এনামুল হক (৩৫), মুন্সিপাড়া এলাকার মোঃ নেছার উদ্দিনের ছেলে মোঃ ইমতিয়াজ (৩০), নতুনবাজার শুরকিমিল এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ রাজু (৩০), উত্তর সোনাখুলী এলাকার মৃত আফসার আলীর ছেলে আনিসুর রহমান (২৮), কাদিখোল এলাকার মোঃ বাবুল এর ছেলে মোঃ শওকত আলী (২১) এবং কাজী পাড়া এলাকার মোঃ তাহের কাজীর ছেলে মোঃ আলমগীর (৩২)।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রেজাউল করিম খোকনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, এনামুল হককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ইমতিয়াজ, রাজু ও আনিসুর রহমান প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শওকত ও আলমগীর উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহমুদুল হাসান।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর পরিদর্শক খবির আহমেদ জানান, মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে দন্ড দেন। বিকেলে দন্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। (ছবি আছে)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি