সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে দূর্বৃত্তদের হামলায় নিহত সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ছোটন অধিকারী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান শহরের পুরাতন মুন্সিপাড়ায় নিজ বাসার সামনে থেকে সাদেদুজ্জামান সরকার দিনার (৩২) নামে ওই আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দিনার শহরের পুরাতন মুন্সিপাড়ার ইসলামিয়া স্কুল সংলগ্ন আব্দুল বারীর পুত্র । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর পৌর শাখার সাবেক সভাপতি ছিলেন। বিগত পৌর নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিনে সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রের সামনে অজ্ঞাত ১০/১২ জন দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয় মুন্সিপাড়ার (নূরুল আজিম লেন) ছোটন অধিকারী (৫২)।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ছোটনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। সেখানেই ছোটন অধিকারী মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহত ছোট অধিকারীর স্ত্রী শ্রাবনী অধিকারী নিজে বাদী হয়ে গত ১০ মার্চ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত ওই আসামীকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।
উলেখ্য যে, গত মাসে ওই মামলায় দিনারের ছোট ভাই ডলার সরকারকেও গ্রেফতার করেছে পুলিশ। অথচ ঘটনার সময় নির্বাচনী সহিংসতায় নিহতের কোন কথা স্বীকার করেনি প্রশাসন। বরং হার্ট এটাকের ফলে ছোটন অধিকারীর মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। এখন রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হেনস্থা করতে হত্যা মামলা করিয়ে ফায়দা লোটার অপচেষ্টা হচ্ছে বলে দিনারের পরিবারের লোকজনের অভিযোগ। (ছবি আছ)