সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে জায়গা-জমি বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর ও গৃহকর্তাসহ ২জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৫টার দিকে বারাহীনগর ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বজরা ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী জানায়, উপজেলার বজরা ইউপির বারাহীনগর ভুঁইয়া বাড়ীর মৃত ছাবিদ আলীর পুত্র নূর হোসেন (৬০) এর সাথে মোঃ নুরুল ইসলাম (৫৭) জায়গা-জমি নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে কয়েকদিন আগে নুরুল ইসলাম কে মারধর করায় সে থানায় অভিযোগ করে। এ নিয়ে নূর হোসেন ও তার ছেলেদের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে বাড়ীতে কথা কাটাকাটির এক পর্যায়ে নূর হোসেন ও তার ছেলে রুবেল, রিয়াদ এবং জামাতা জহির ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে বসতঘর ভাংচুর করে। বাধা দিতে এলে নুরুল ইসলাম ও তার চেলে মারুফ (১৩) গুরুত্বর আহত হয়। এ ঘটনায় নুরুল ইসলাম কন্যা সন্তান নিয়ে আতঙ্কে ও ভয়ে দিনাতিপাত করছে।