1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

সোনাগাজীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

সৈয়দ মনির আহমদ(ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে চিহ্নিত ভূমিদস্যু মো. সোলায়মান’র বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত মালিকগণ। শুক্রবার বিকালে উপজেলার চর সাহাপুরে আঞ্চলিক মহাসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি মৎস্য খামারের ১০একর জমি দখলের অভিযোগ রয়েছে। মানববন্ধনে ভুমি মালিক মাস্টার রফিকুল হক বলেন, ১৯৮৭সালে মুহুরী রেগুলেটর হওয়ার পর থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সোলায়মান পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০একর জমি দখল করে মৎস্য খামার তৈরী করেন। এর পর থেকে আশপাশের ভুমি মালিকদের জমি চলেবলে কৌশলে দখল করেন তিনি। আমার এক একর জমি সে জবর দখল করেছেন। আদালতে একাধিক মামলায় পরাজিত হওয়ার পরও সে দখল ছাড়েনি। আবদুল হক বাবুল মনামে এক ভুমি মালিক বলেন, সোলায়মান একজন চিহ্নিত ভূমিদস্যু । সে দিঘী খননের সময় আমার দেড় একর জমি দখল করেছে। ভুয়া দলিল সৃজন করে উল্টো আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। ফরিদ মহাজন নামে ক্ষতিগ্রস্ত এক ভূমি মালিক বলেন, আমার পৈত্রিক দুই একর ৬৪শতক ২০০৪সালে রাতের আঁধারে দখল করে নেয় চিহ্নিত ভূমিদস্যু সোলায়মান। এ ব্যপারে কয়েকটি মামলা আদালতে বিচারাধিন। ভুমি মালিক ও সংবাদকর্মী গাজী হানিফ বলেন, আমাদের পৈত্রিক জমিতে বসতবাড়ি
নির্মান করে ভোগ দখলে আছি। হঠাৎ রাতের আঁধারে গাছ লাগিয়ে দখলের পায়তারা করছেন। একই ভাবে আবদুল হক, শফি উল্যাহ, নজরুল ইসলাম, আলমগীর হোসেন মেম্বার, বজলের রহমান, এম নাছির উদ্দিন, মো. খোকন, শাহানা আক্তার নামের ভুমি মালিকদের জমি সে দখলে সরেখেছে। ¯’ানীয় কয়েকজন কৃষক জানান, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন ভূমিদস্যু সোলায়মান। এতে তাদের যাতায়াতে সমস্যা হয়। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুন্নবী জানান, পাউবো সরকারি মৎস্য প্রকল্পের জন্যপ্রায় ৩৬একর ইজারা দিয়েছে। এর বাহিরে জনগনের
চলাচলের সুবিধার্থে একর জমি রাখা হয়েছে । সেখানে পাউবো সড়ক নির্মান করেছে, সেই সড়ক দখল করা
বেআইনি। ক্ষতিগ্রস্ত মালিকগণ তাদের ভুমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগ অস্বীকার করে মেজর(অবঃ) মো. সোলায়মানম বলেন, আমি ক্রয়কৃত ও ইজারাকৃত ৭০একর জমিতে এগ্রো খামার করেছি। কোন অভিযোগ কারীর জমি আমার দখলে নেই । তবে মাস্টার রফিকুল হকের সাথে এক একর জমির বিরোধ আছে। বিরোধের ঘটনায় উ”চ আদালতে মামলা বিচারাধিন। পাউবোর জমি আমি বৈধ উপায়ে ইজারা নিয়েছি। তাদের কোন অভিযোগ নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি