শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতির কালে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে গ্রেপ্তার করছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর চারটার দিকে সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকার এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ সজীব হোসেন মুসা (৩০) সোনারগাঁয়ের নড়াইল এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে, মোঃ হাসান (২৫) একই উপজেলার জৈনপুর গ্রামের মৃত আজাহার মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকার মানিক মিয়ার বসতবাড়ির ভেতর ৮-১০ জন ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছে থেকে ছুরি চাপাতি, চাকু, চাইনিজ কুড়াল, টেটাসহ আরও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।