শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলাসহ বিভিন্ন মামলায় আওয়ামীলীগের পাঁচ নেতাসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল বারী।বৃহস্পতিবার এক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেপ্তারকৃত আওয়ামীলীগের নেতারা হলেন, কাঁচপুর এলাকার মৃত সায়েদ আলীর ছেলে, ও কাঁচপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম (৫০), একই এলাকার মৃত সায়েদ আলীর ছেলে, ও কাঁচপুর ইউপির ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য আফজাল (৪২), মৃত বাদশা মিয়ার ছেলে, ও কাঁচপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরু উদ্দিন ওরফে সাধু (৫২), একই গ্রামের সুরুজ ডাকাতের ছেলে ও আওয়ামীলীগের কর্মী মোফাজ্জল (৫৪), আব্দুর রউফ ওরফে বর ডাকাত এর ছেলে, ও একই এলাকার ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে মিজান (৫০)।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাসহ বিভিন্ন মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচ জন একই এলাকার বাসিন্দা ও আওয়ামীলীগ-অঙ্গসংগঠনের নেতাকর্মী। গ্রেপ্তারকৃত আসামিদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।