1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

সৌদি আরবকে দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার, সার্বিয়াকে দিয়ে ব্রাজিলের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

শীর্ষ দলগুলো আগেই সাত গ্রুপে ভাগ হয়ে গেছে। ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগালের সঙ্গে স্বাগতিক দল কাতারকে শীর্ষ আট দল ধরে আট গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পট দুইয়ে মেক্সিকো , উরুগুয়ে, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দল থাকায় বেশ কিছু গ্রুপ অব ডেথ জন্ম নেওয়ার সুযোগ ছিল।

দ্বিতীয় পটেই স্পেনের গ্রুপে জার্মানি, বেলজিয়ামের গ্রুপে ক্রোয়েশিয়া ও পর্তুগালের গ্রুপে উরুগুয়ে ঢোকার পর সম্ভাব্য গ্রুপ অব ডেথ হিসেবে তিনটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর জানা গেছে। তৃতীয় পট থেকে যখন জাপান গ্রুপ ‘ই’তে ঢুকে পড়ল, তখন এবারের বিশ্বকাপের ‘মৃত্যুকূপের’ মর্যাদা এই গ্রুপ পাবে বলে মনে হয়েছিল। কিন্তু গ্রুপ ‘এইচ’ এসে আবার বাগড়া বাধাল। পর্তুগাল ও উরুগুয়ের সঙ্গী হয়েছে গত বিশ্বকাপে জার্মানিকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেওয়া দক্ষিণ কোরিয়া।

একটু পরই সে মর্যাদা গ্রুপ ‘এইচ’ই পেয়েছে। পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়ার পর সে গ্রুপে যুক্ত হয়েছে ঘানা। পর্তুগালের বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘানার বিপক্ষে।

ওদিকে গ্রুপ ‘ই’তে কোস্টারিকা ও নিউজিল্যান্ডের মধ্যে প্লে-অফের বিজয়ীর স্থান হয়েছে।

বিশ্বকাপের আট গ্রুপ:

গ্রুপ এ

কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি

ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

গ্রুপ সি

আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি

ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ই

স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

গ্রুপ এফ

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি

ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ

পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি