সৌদি আরবের প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আনার পরিকল্পনা হাতে নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ভিশন ২০৩০’। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, যুবরাজ সালমানের পরিকল্পনা অনুযায়ী, পাঠ্যসূচিতে বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে স্কুল পড়ুয়াদের প্রাথমিক ধারণা দেওয়া হবে বলে জানা গেছে।