সৌদি আরবে সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সফরে ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে রিয়াদকে চাপ দেবেন বলে জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। চলতি সপ্তাহেই সৌদিতে যাচ্ছেন তিনি।
এবার সৌদি আরবে বরিস জনসনের সফরটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, মস্কোর সঙ্গে উত্তেজনার কারণে তেল সরবরাহ নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপ করবেন বরিস। এর আগে পশ্চিমাদের রাশিয়ার ওপর জ্বালানির নির্ভরতা শেষ করতে জোর আহ্বান জানান তিনি।
ডেইলি টেলিগ্রাফে প্রধানমন্ত্রী বরিসন লিখেন, ‘আমরা এভাবে চলতে পারি না। বিশ্ব প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের অধীন হতে পারে না। যতদিন পশ্চিমারা অর্থনৈতিকভাবে পুতিনের ওপর নির্ভরশীল থাকবে, তিনি ততক্ষণ সেই জায়াগটা যথাযথ কাজে লাগানোর চেষ্টা চালাবেন।’
প্রধানমন্ত্রী জনসনের সফর প্রসঙ্গে এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সৌদি সরকারের। এদিকে সম্প্রতি সৌদিতে এক দিনে ৮১ জনকে ফাঁসি দেওয়ার প্রসঙ্গটিও দেশটির সরকারের সামনে তুলে ধরবেন বলে সাংবাদিকদের জানান ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র।
খবর আল জাজিরা