সৌদি আরবের পেশাদার লিগে হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে এবার নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়া এই তারকা ফরোয়ার্ড আল-আহলির সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।
৩১ বছর বয়সী ফিরমিনো আট মৌসুম লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে কাটিয়েছেন। এ সময়ের মধ্যে ৩৬২ ম্যাচে করেছেন ১১১ গোল। রেডদের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে আল-আহলির পক্ষ থেকে তার আগমনের বিষয়টি প্রকাশ করা হয়েছে। সপ্তাহখানেকেরও কম সময় আগে সেনেগালিজ গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিকে চেলসি থেকে দলে ভিড়িয়েছে আল-আহলি।
ইউরোপিয়ান লিগ থেকে একে পর এক তারকাদের ভিড়িয়ে প্রতিদিনই আলোচনার জন্ম দিচ্ছে সৌদি পেশাদার লিগ। গতকাল লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড কোচ হিসেবে আল-ইত্তিফাকে যোগ দিয়েছেন। জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল-নাসরেতে আসার পর একে একে এই লিগের শীর্ষ ক্লাবগুলো করিম বেনজেমা, এন’গোলো কান্তে, কালিডু কুলিবালিদের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে।