সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আবদুল আজিজ। তার আগের বাদশা আবদুল্লাহকে হত্যা করতে চেয়েছিলেন দেশটির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বর্তমান বাদশার ছেলে। সোমবার (২৫ অক্টোবর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি এসব জানিয়েছেন। তিনি বলেন, ২০১৪ সালে বিষযুক্ত আংটির মাধ্যমে কিং আবদুল্লাহকে হত্যা করতে চেয়েছিলেন যুবরাজ। নিজের বাবার সিংহাসন আরোহণের পথ পরিষ্কার করতে এ কাজের পরিকল্পনা করেন তিনি।
সৌদি সরকার জাবরিকে একজন অসম্মানিত সাবেক কর্মকর্তা বলে অভিহিত করেছে। এমনকি জাবেরি বানোয়াট গল্প বানাতে ওস্তাদ এমনও বলা হয়। জাবেরি বলেন, ২০১৪ সালের একটি বৈঠকে যুবরাজ সালমান তার চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফকে জানান, তিনি বাদশাহ আবদুল্লাহকে হত্যার ব্যবস্থা করতে পারেন।