‘বি’ গ্রুপের লড়াই দিয়েই ওমানে রবিবার শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান ও পাপুয়া নিউগিনি (পিএনজি)। একই দিনে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড খেলবে বাংলাদেশের বিপক্ষে।
এই গ্রুপে পরিষ্কার ফেবারিট বাংলাদেশ হলেও সেই সমীকরণে বিশ্বাস নেই স্কটল্যান্ডের। বিশ্বকাপ শুরুর আগে স্কটিশ কোচ শেন বার্জারের কণ্ঠে আত্মবিশ্বাসী উচ্চারণ, গ্রুপ পর্বে তারা বাংলাদেশকে অন্য দুই প্রতিপক্ষের চেয়ে ওপরে রাখেন না মোটেও।
স্কটল্যান্ড কোচের এমন কথার প্রতিক্রিয়া কি হতে পারে বাংলাদেশ দলে? শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি তাতে কান দিলেন না।
বলে দিলেন, ‘উনি কী বলেছেন এটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা সেরাটাই মাঠে দেব।’
যোগ করেন, ‘আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে, আমরা ততটুকু মাঠে দিবই। প্রতিটি দলকেই সমানভাবে সম্মান করি। আমরা বিনয়ী থাকতে চাই।’
স্কটল্যান্ড কোচ শেন বার্জারের কথাটা ছিল এমন, ‘যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রুপ ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না।’
ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।