গত কয়েকমাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেই চলেছে। পাশাপাশি দেশের বাজারেও কমছে স্বর্ণের দাম। আগামী দিনে মূল্যবান এই ধাতুটির আরও দাম কমতে পারে।
মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮২৫ ডলার। যা গত মে মাসের ৩ তারিখে ছিল ২ হাজার ৫৩ ডলার। সেই হিসেবে গত পাঁচ মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২২৮ ডলার কমেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি, বন্ডের দর আর যুক্তরাষ্ট্রে উচ্চ সুদের হারের জেরে গত কয়েকমাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। যা আরও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে।