1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

 স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা  ভোগীর সংখ্যা ৩১ হাজার ১৭ জন

সাদুল্লাপুর প্রতিনিধি  -
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
 গাইবান্ধার সাদুল্লাপুরে বয়স্ক বিধবা/স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা  ভোগীর সংখ্যা ৩১ হাজার ১৭ জন। তার মধ্যে বয়স্ক  ১৬ হাজার ৬ শত ৯৮ জন, বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ হাজার ৫ শত ৩৯ জন, অস্বচ্ছল  প্রতিবন্ধী  ৫ হাজার ৭ শত ৮০ জন।  মাসে বয়স্ক/ বিধবা/ স্বামী নিগৃহীতা ৫ শত টাকা ও অসচ্ছল প্রতিবন্ধী ৭ শত ৫০ টাকা করে ভাতা পায়।
উপজেলার ১১ টি ইউনিয়নে বয়স্ক বিধবা / স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা নিম্নরুপঃ

রসুলপুর ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৪ শত ৫২ জন বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ৩ শত ৯৪ জন।  বনগ্রাম  ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৬ শত ৬৭ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ৩৫ অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ শত ১০ জন।  ভাতগ্রাম ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৬ শত ১৯ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ২ অস্বচ্ছল প্রতিবন্ধী ৪ শত ৮৮ জন।

দামোদরপুর ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজা ৪ শত ৯৬ বিধবা/ স্বামী নিগৃহীতা ৭ শত ৪৯ অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ শত ২জন।
ধাপেরহাট ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৫ শত ৬৯ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত৭৫ অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ শত ১৫জন ফরিদপুর  ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৫ শত ৬৯ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ৮ অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ শত ২৩ জন। ইদিলপুর  ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৬ শত ৭৮ বিধবা/ স্বামী নিগৃহীতা ৬ শত৯৬ অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ শত ৪১ জন।
জামালপুর  ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৭ শত ৯৪ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ৬৫ অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ শত১১জন। খোর্দ্দকোমরপুর  ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১হাজার ২২ বিধবা/ স্বামী নিগৃহীতা ৬ শত ৭৯ অস্বচ্ছল প্রতিবন্ধী ৩ শত ১৯ জন।  কামারপাড়া ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৩ শত ৯ বিধবা/ স্বামী নিগৃহীতা ৬ শত ৬২ অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ শত ৩৭ জন।
নলডাঙ্গা ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী১ হাজার ৪ শত ৫২ বিধবা/ স্বামী নিগৃহীতা ৭ শত ৫৬ অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ শত ৪০ জন। বয়স্ক /বিধবা/ নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা প্রদানের বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার মানিক চন্দ্র রায় বলেন উপজেলায় মৃদু প্রতিবন্ধী ছাড়া সকলকেই ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে। তাছাড়া বয়স্ক /বিধবা/ নিগৃহীতা যারা আবেদন করেছে তাদের ৭০% ভাতার আওতায় এসেছে। বরাদ্দ সাপেক্ষে বাকীরা ভাতার আওতায় আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি