উপজেলার ১১ টি ইউনিয়নে বয়স্ক বিধবা / স্বামী নিগৃহীতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা নিম্নরুপঃ
রসুলপুর ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৪ শত ৫২ জন বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ৩ শত ৯৪ জন। বনগ্রাম ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৬ শত ৬৭ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ৩৫ অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ শত ১০ জন। ভাতগ্রাম ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৬ শত ১৯ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ২ অস্বচ্ছল প্রতিবন্ধী ৪ শত ৮৮ জন।
দামোদরপুর ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজা ৪ শত ৯৬ বিধবা/ স্বামী নিগৃহীতা ৭ শত ৪৯ অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ শত ২জন।
ধাপেরহাট ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৫ শত ৬৯ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত৭৫ অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ শত ১৫জন ফরিদপুর ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৫ শত ৬৯ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ৮ অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ শত ২৩ জন। ইদিলপুর ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৬ শত ৭৮ বিধবা/ স্বামী নিগৃহীতা ৬ শত৯৬ অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ শত ৪১ জন।
জামালপুর ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৭ শত ৯৪ বিধবা/ স্বামী নিগৃহীতা ৮ শত ৬৫ অস্বচ্ছল প্রতিবন্ধী ৬ শত১১জন। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১হাজার ২২ বিধবা/ স্বামী নিগৃহীতা ৬ শত ৭৯ অস্বচ্ছল প্রতিবন্ধী ৩ শত ১৯ জন। কামারপাড়া ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী ১ হাজার ৩ শত ৯ বিধবা/ স্বামী নিগৃহীতা ৬ শত ৬২ অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ শত ৩৭ জন।
নলডাঙ্গা ইউনিয়ন বয়স্ক ভাতাভোগী১ হাজার ৪ শত ৫২ বিধবা/ স্বামী নিগৃহীতা ৭ শত ৫৬ অস্বচ্ছল প্রতিবন্ধী ৫ শত ৪০ জন। বয়স্ক /বিধবা/ নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা প্রদানের বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার মানিক চন্দ্র রায় বলেন উপজেলায় মৃদু প্রতিবন্ধী ছাড়া সকলকেই ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে। তাছাড়া বয়স্ক /বিধবা/ নিগৃহীতা যারা আবেদন করেছে তাদের ৭০% ভাতার আওতায় এসেছে। বরাদ্দ সাপেক্ষে বাকীরা ভাতার আওতায় আসবে।