মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব: স্বামী সজিব হাসানকে হত্যার অভিযোগে করা মামলায় স্ত্রী শাহনাজ পারভীন ওরফে সাদিয়া আক্তার মৌকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ড প্রদান করেন আদালত।
মামলায় বাদী মোঃ নজরুল ইসলাম উল্লেখ করেন, আমার ছোট শালী সূর্যভানুর বড় ছেলে সজিব হাসান। সে শাহনাজ পারভিন এর সহিত গত প্রায় ৯/১০ বছর পূর্বে আগে ওই আসামি শাহনাজ পারভীনের (সাদিয়া আক্তার মৌ) সঙ্গে ঢাকায় বসবাস করছেন। ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি বিকাল ৩.৩০ ঘটিকার দিকে আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার চাচাতো ভাই সজিব হাসান ওয়ারী থানাধীন কেএম দাস লেন, ৪র্থ তলায় হত্যার কথা স্বীকার হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে বিভিন্ন মাধ্যমে জানতে পারি আসামী ৫ বছর আগে বাসাটি আমার ভাগিনাকে বসবাস করিতে দেয়। ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি সকালে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয় ফলে সকাল অনুমান ৮.০০ ঘটিকা হতে সকাল অনুমান ১০.০০ ঘটিকার মধ্যে বিবাদী আমার ভাগিনাকে ছুরি দিয়ে বুকের নিচে পেটের উপরিভাগে পাড় দিয়ে হত্যা করে। হত্যার পরেও জিদের বশবর্তী হইয়া ছুরি দ্বারা আমার ভাগিনার দুই হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। এ মামলায় ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্যপ্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহবুব আলম ভূইয়া মিলন এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জে,কে পাল।