বুলবুল নোয়াখালী জেলা প্রতিনিধি: ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট শেখ মুজিব সরকারের পতনের পর এই দেশে কোন আওয়ামী লীগের অস্তিত্ব ছিলনা। ঠিক একই ভাবে ৫ই আগস্টের পর ও এদেশে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইতিহাস সাক্ষী কোন স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোন অস্তিত্ব থাকে না। বৃহস্পতিবার সকালে নোয়াখালীতে বন্যার্তদের দেখতে গিয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু এসব কথা বলেন। এর আগে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ১২টি নৌকাযোগে বেগমগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের মাঝে খাদ্য সহায়তা করেন। যতদিন এই সংকট থাকবে, ততদিন আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের ভাই, আপনাদের যেকোনো সমস্যা, আমাদের সমস্যা। আমরা একসঙ্গে সকল দুর্যোগ মোকাবিলা করবো। এ সময় বেগমগঞ্জ উপজেলার ৩ ইউনিয়নে পানিবন্দী প্রায় ৩ হাজার মানুষের খাদ্য সহায়তায় প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য শামীমা বরকত লাকি। বিএনপি’র জেলা সহ-সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, ও সাধারণ সম্পাদক মাহফুজুল হক যাবেদ, এছাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, যুগ্ন আহবায়ক মহিউদ্দিন রাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক ওমর ফারুক, বেগমগঞ্জ উপজেলাহ বন্যায় বিপর্যস্ত বেগমগঞ্জ উপজেলার ৫নং পাঁচ নং ছয়ানি ইউনিয়ন , ২ নং গোপালপুর ইউনিয়ন, ৩ নং জিরতলি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লা বুলু।