1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

হত্যা র্ধষণসহ বিশেষ ক্ষমতার আইনের মামলার আসামী বিশ্বনাথের আবারক আলীকে পুলিশ ধরছেনা।।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
হত্যা র্ধষণসহ বিশেষ ক্ষমতার আইনের মামলার আসামী বিশ্বনাথের আবারক আলীকে পুলিশ ধরছেনা।।
আবারক আলী।

সিলেট প্রতিনিধি: আবারক আলী। হেফাজতের মুফতি ফারুকের সহোযগী। বিশ্বনাথ উপজেলার বিএনপি’র সহ-সভাপতি। হত্যা, র্ধষণ, অগ্নিসংযোগ, হত্যার উদ্দেশ্য হামলা পুলিশের উপর হামলা সহ রাষ্ট্রবিরোধী সন্ত্রাস ও বিশেষ ক্ষমতার আইনে মামলাসহ ১৭ মামলার আসামি। থানা পুলিশসহ সিলেট পুলিশের সংশ্লিষ্ঠ প্রশাসনের নির্লিপ্তততায় ক্ষুদ্ধ এলাকার তৃণমূলের আওয়ামীলীগ সহ সচেতন মানুষ। আবারক আলীকে গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয় আইজিপি, পুলিশের সদর দপ্তর , সিলেট জেলা পুলিশকে অবহিত করা এবং করনীয়র ব্যাপারে তাগাদা দেওয়া হলেও আবারক আলীকে গ্রেফতার করা হয়নি। আবারক আলী নিজ বাড়িতে থাকেন এবং প্রকাশ্যে গুরাফেরা করেন।
আবারক আলী বিশ্বনাথ এলাকর মস্তবড় একটি গ্রুপ লালন-পালন করেন। হাট-বাজর দখল অন্যর সম্পত্তি আত্মসাৎ প্রবাসীদের টাকা মেরে দেওয়া মাজারের টাকা নিয়ে নয়-ছয়, বাজারের টাকা নিয়ে আত্মসাৎ সহ এলাকায় সন্ত্রাস হত্যা ধর্ষণ সহ ডজন খানেক মামলার আসামি এই আবারক আলী ।
ক্ষমতা ও পেশী-শক্তিসহ দলবলভারী করে আবারক আলী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। নারী ভোগকারী জোরপূর্বক যুবতীদের ধর্ষণ করেন। ভিকটিমরা ভয়ে মুখখোলার সাহস পায় না। আবারক আলী স্থানীয় একটি স্কুলের সভাপতি একটি মাদরাসার দাতা সদস্য বাজার কমিটি’র ট্রেজারার মাজারের অর্থের রক্ষক সাবেক দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক এমপি ইলিয়াস আলীর ডান হাত হিসেবে পরিচিত।
সম্প্রতি দেশব্যাপী হেফাজতের তাণ্ডবে বিশ্বনাথ এলাকায় হেফাজত নেতা মাওলানা মুফতি ফারুকের নেতৃীত্বে যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্ট্রি করা হয় সে তাণ্ডবে সংঙ্গে জড়িত থাকার অভিযোগে মুফতি ফরুকের সহোযোগী হিসেবে বিশেষ ক্ষমতার আইনে বিশ্বনাথ থানায় মামলা হয়। মামলার নং-২৯ তারিখ ২৯-০৪-২০২১। এই মামলার আবারক আলী আসামি। হত্যার উদ্দেশ্য হামলা পুলিশের কাজের বাধাদান ও অগ্নিসংযোগের অভিযোগে এই মামলা হয়। মামলার প্রধান আসামি মুফতি ফরুক গ্রেফতার হলেও আবারক আলী আছেন ধোঁরা-ছোঁয়ার বাহিরে। বিভিন্ন গণমাধ্যমে এবং সিলেটের ¯স্থানীয় পত্র-পত্রিকায় আবারক আলী বেআইনি ও রাষ্ট্রবিরোধী কর্মকর্তা নিয়ে খবর প্রকাশ করে আসছে।
১৯৯৭ সালের বিশ্বনাথ উপজেলার ও থানার বাসিন্দা সাবেত্রী রাণী দাস এর হত্যা মামলার আসামি আবারক আলী মামলার নং ১৩, ১৯৯৭। বিশ্বনাথ থানা। একই এলাকার প্রবাসী আহম্মদ আলীর কাছে বাজারে দোকন বিক্রি’র নামে ১ কোটি টাকা নিয়ে পরে আত্মসাৎ করে। এই নিয়ে আহম্মদ আলী বিশ্বনাথ থানায় মামলা করেন। মামলার নং ১৩,২০১৯ । সিলেট আদালত সূত্রে ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় আবারক আলী বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে এর মধ্যে হামলা সন্ত্রাস ও গলোযোগ সৃষ্ট্রি সংক্রান্ত চারটি। প্রতারণার একটি। হত্যার একটি। অগ্নিসংযোগের একটি। পুলিশের উপর হামলা তিনটি। দখলের একটি মামলা রয়েছে। এরই মধ্যে কিছু মামলা বিচারধীন কিছু মামলার জামিন কিছু মামলার আসমি হিসেবে অধরা থাকছেন । এই আবারক আলী বিশেষ ক্ষমতা আইনের মামলা ও হত্যা মামলার আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এইসব মামলার আসামি আবারক আলী গ্রেফতার না হওয়ার করনে বিভিন্ন ভাবে মামলা থেকে অব্যহতি পেতে তদবির ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে হত্যা অগ্নি সংযোগ রাষ্ট্রবিরোধী বিশেষ ক্ষমতার আইনের মামলা থেকে অব্যহতি পাওয়ার জন্য জেলা পুলিশ ও শীর্ষ মহলের তদবীর আবেদন নিবেদন করছে এই আবারক আলী । সিলেট ও বিশ্বনাথ এলাকায় আওয়ামীলীগ সহ সহোযোগী সংঘঠনের পক্ষ থেকে আবারক আলীকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন। বিভিন্ন অভিযোগ সর্ম্পকে আবারক আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি জাতীয় অর্থনীতিকে কোন বক্তব্য দেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি