হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের কোনারগাঁও ইসলামিয়া আরবিয়া মাদ্রাসায় শিশু ছাত্রদের দিয়ে চাঁদাবাজি,শিশু ছাত্ররা চাঁদা তুলতে অপারগতা প্রকাশ করলে তাদের উপর শুরু হয় অমানসিক নির্যাতন। এ মাদ্রসায়৪/৫ দিন দরে শুরু হয়েছে এ কার্যক্রম। মাদ্রাসার রয়েছে ৩য় শ্রেণি,৪র্থ শ্রেণি,৫ম শ্রেনীর শিশু ছাত্রদের কে গ্রামে,গ্রামে চাঁদা তুলতে পাঠাচ্ছে মাদ্রাসার কতৃপক্ষ। চাঁদা তুলার জন্য মাদ্রাসা কতৃপক্ষ শিশুছাত্রদের হাতে প্লাস্টিক বেগ তুলে দেন। সকাল ৯ টা বিকাল ৫ টা পযর্ন্ত পা হেঁটে গ্রামে গ্রামে চাঁদা তুলতে শিশুরা ক্লান্ত হয়ে পড়ে। পত্রিকার সাংবাদিক মাদ্রাসার এক শিশুছাত্রের সাথে আলাপ কালে জানায় সে ৫ম শ্রেনীর ছাত্র, প্রতি দিন তারা ৩ জনের একটি ট্রীম করে গ্রামে গ্রামে পাঠানো হয়।চাঁদা তুলতে কোন ছাত্র অপারগতা প্রকাশ করলে শুরু হয় তাদের উপর অমানুষিক নির্যাতন,মারপিট। শিশু ছাত্রদের কে ভয় দেখিয়ে চাঁদা তুলতে বাধ্য করে মাদ্রাসার কতৃপক্ষ। আর তারা গ্রামে গ্রামে পা হেঁটে সকাল থেকে বিকাল চাঁদা তুলতে ক্লান্ত হয়ে পড়ে , এ ভাবে শিশু ছাত্রদের কে নির্যাতন করে আসছে মাদ্রাসার কতৃপক্ষ। ও তাদের লেখা পড়া বিঘ্ন ঘটছে।এ বিষয়টি স্হানীয় প্রশাসন সু দৃষ্টি দেয়া প্রয়োজন।