হবিগঞ্জ সদর উপজেলা ৪ নং ইউনিয়নের নামাপৈল গ্রামে অবৈধ ভাবে ট্রাক্টর চলাচল বন্ধের দাবি স্হানীয় জন সাধারনের । ট্রাক্টর চলাচলের কারনে নামাপৈল গ্রাম বাসির জীবনের নিরাপত্তা হিনতা হারাচ্ছে।জানা যায়, যে কৃষিজমি থেকে ট্রাক্টর দিয়ে প্রতিদিন অবৈধভাবে মাটি বহন করছে একটি চক্র। দাপটের সঙ্গে দীর্ঘদিন ধরে ঐ রাস্তা দিয়ে মাটি বহন করছে ঐ চক্রটি। এ বিষয় টি দেখার যেন কেউ নেই। একটি অপশক্তি এর পেছনে মদদ দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
গ্রামের জন সাধারণরা অবৈধ ট্রাক্টর চলা চলের কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে।
গ্রামের সাধারন মানুষ নিষেধ করলেও অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ করা যাচ্ছে না। বড় চাকার দ্রুতগতির ট্রাক্টর চলাচল করায় গ্রামের সড়ক ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া ধুলোয় পরিবেশও নষ্ট হচ্ছে। সম্প্রতি করোনাভাইরাসের কারণে জাতীয় দুর্যোগ মুহূর্তে অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে পরিবেশ নষ্ট হওয়ায় এলাকার বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।