হবিগঞ্জের শুকরিপাড়া হাইস্কুলের গেইট নির্মান নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রাম বাসির মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের শুকরিপাড়া হাইস্কুলে গেইট নির্মান নিয়ে ঐ স্কুলের ছাত্র ছাত্রীর অভিবাবকদের মধ্যে মিশ্র প্রতাক্রিয়া দেখা দিয়াছ। এ নিয়ে ঐ এলাকায় গ্রামবাসির মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।য়ে কোন সময় দুই দল লোকের মধ্যে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।স্হানীয় সুত্রে জানা যায় য়ে শুকড়িপাড়া উচ্ছ বিদ্যালয়টি ১৯৬৫ ইং সালে প্রতিষ্টিত হয়।স্কুল প্রতিষ্টাতা ছিলেন মৃত আলহাজ্ব মোঃ জবরু মিয়া। স্কুল প্রতিষ্টার লগ্নে বিদ্যালয়ের দক্ষিন দিকে ১ টি বড় গেইট ও একটি মিনি গেইট দেয়া হয়।স্কুল প্রতিষ্টাতা জবরু মিয়া মৃত্যুর পর পর্যায়ক্রমে কমিটির সভাপতি নুরুল হক তালুকদার,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, তাজুল ইসলাম ফরিদ ঐ স্কুলের সভাপতি নিযুক্ত হন।আবিদুর রহমান দীর্ঘদিন স্কুলের সভাপতি দায়িত্বে থাকার পর গত ১ মাস পূর্বে ঐ এলাকার আব্দুল মুকিত আহবায়ক হয়ে এলাকার কিছু লোকজন নিয়ে ৪ সদশ্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করে।কমিটিতে রয়েছে আব্দুর রহিম শিক্ষক সদশ্য,কাজল মিয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,আব্দুল আহাদ ছাত্রের অভিবাবক কমিটি গঠনের পর স্কুলে প্রাচীনতম গেইটটি বন্ধ করে দিয়ে স্কুলের পূর্ব দিকে স্হানান্তর করা হয়।বিষয়টি নিয়ে ঐ এলাকার পাইকপাড়া গ্রাম,শরিফাবাদ,দরিয়াপুর,নিতা