হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলা গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বহুলা গ্রামের মৃত ছলিম উল্লাহর পুত্র মতিউর রহমান (২৫) দেশিও অশ্রের আঘাতে গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।পরে পুলিশ লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের সম্পন্ন করে। এ ব্যপারে নিহতের ভাই আব্দুল করিম বাদি হয়ে ১২ জন কে আসামি করে একটি মামলা দায়ের করে।মামলার প্রধান আসামি আজমিরিগঞ্জ উপজেলার ভিরাট গ্রামের গোলাম সোস্তফার পুত্র আব্দুল হান্নান (৪১)।
অভিযোগে জানা যায় য়ে আব্দুল হান্নান হবিগঞ্জ সদর উপজেলার ৫ নং গোপায়া ইউনিয়নের আনন্দপুর মৌজা, জে, এল,নং – ১৫ এস এ ২৫ ১৮ দাগের আর এস ৬৬৫ নং ভূমি ক্রয় করে।ঐ ভূমির উপর কু দৃষ্টি পড়ে বহুলা গ্রামের আব্দুল করিম ও তার লোকজন।এই জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সৃষ্টি হয়।মামলাটি বর্তমানে হবিগঞ্জ আমল আদালতে রয়েছে।মামলা নং- ২৩/১৮ ইং, ধারা – ১৪৩/১৪৭/১৪৯/৩২৩/৩২৪/৩০২/৩৪, অন্যান্য আসামিরা বেকসুর খালাশ পেলে ও মামলার প্রধান আসামি আব্দুল হান্নান কোর্টে অনুউপস্হিতে বিঞ্জ আদালত তাকে ৭ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।বর্তমানে আসামি আব্দুল হান্নান পলাতক রয়েছে।