হবিগঞ্জে এখনো জমিদারদের তৈয়ারি বাড়ি রয়েছে। যখন জমিদারের জমিদারি ছিলো তখন সময়ে জমিদাররা লোহার রড ছাড়াই আগের যুগের বড় বড় ইট সুকড়ি,দিয়ে এসব বিল্ডিং বাড়ি করে থাকত। বর্তমানে জমিদার বাড়ি গুলি বিলীনের পথে। হবিগঞ্জ সদর উপজেলার ৪ নং ইউনিয়নের নামাপৈল দালান হাঠি গ্রামে এই জমিদার বাড়িটি প্রায় আড়াইশ বছর আগের জমিদার এই বাড়িটি নির্মান করে।
এই বাড়িটি দুই তলা বিশিষ্ট, যার প্রাচীন সুন্দর দৃশ্য ।বর্তমানে জমিদার বাড়ি পরিত্যাক্ত অবস্হায় পড়ে আছে বিভিন্ন গাছপালা ঘীরে আছে পূরনো বিল্ডিং,ও গাছের শিকরে আকড়ে আছে।, হঠাৎ অনেকেই এই বাড়িটি দেখলে পূরনো ইতিহাস স্বরন করে আগের যুগের কথা মনে পড়ে। এখনো কালের শাক্ষি হয়ে দাড়িয়ে আছে এই জমিদার বাড়ি।