হবিগঞ্জে তরমুজের মূল্য অতিরিক্ত হওয়ায় ক্রেতারা ক্রয় করতে হিমশিম খাচ্ছে।শহরের শায়েস্তানগর বাজারে এক তরমুজ বিক্রেতা জানায় তারা ২৮০ টাকা দরে প্রতিটার মূল্য হিসাবে ৫০০ /৬০০ মাল ক্রয় করে।সেই হিসাবে তারা ক্রেতাদের কাছে প্রতিটি মূল্য ৪০০/৩০০/২০০ টাকা দরে বিক্রি করে আসছে। অনেক ক্রেতারা তরমুজ দাম শুনে তারা ক্রয় করতে পারছে না তরমুজ ব্যবসায়ি জানায় লগডাউনের কারনে তাদের মাল বিক্রি করতে না পেরে পঁচন ধরে ক্ষতিসাধন হয়। য়ে কারনে তাদের মাল চড়া দামে বিক্রি করতে হয়।