বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছা সেবা,মূলক একতা, আর্দশকে অনুসরন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। টর্নেডো, বন্যা, সাইক্লোন, খরা, শৈত্যপ্রবাহ, করোন্ মহামারী ইত্যাদি দূর্যোগ ছাড়াও দূর্ঘটনা, অগ্নিকান্ড এবং মানব সৃষ্ট দূর্যোগে যারা বিপন্ন ও ক্ষতিগ্রস্থ হয় এবং কোন সাহায্য ছাড়া যারা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনা, সোসাইটি সর্বাগ্রে তাদের পাশে দাঁড়ায়। সোসাইটি সমাজ সেবক মহৎপ্রান মানবতার সেবায় নিযোজিত সারা দেশ ব্যাপি জনসেবা ও কল্যানমূলক কাজ করে থাকে।সারা দেশের ন্যায় হবিগঞ্জে করোনা মহা মারিতে রেডক্রিসেন্ট সোসাইটি শুরু থেকেই কাজ করে যাচ্ছে। সোসাইটির ৪০ জন সদস্য হবিগঞ্জ ২৫০ সয্যা জেলা সদর হাসপাতালে টিকা দিতে ৮ টি বুথে কাজ করছে।৮ এপ্রিল থেকে করোনা টিকা দ্বীতীয় ডোজ শুরু হয়েছে।একটি ভায়েল থেকে ১০ জন কে এ টিকা দেয়া হয়। দ্বীতীয় ডোজে এ পর্যন্ত প্রায় ১৭ হাজারে ও বেশি লোকদের কে সোসাইটির সদস্যরা টিকা প্রদান করেছে। সেখানে রয়েছে সোসাইটির সহকারী যুব প্রধান মৌসুমি দাস মৌ, সুপার ভাইজার মাহবুব হোসেন খাঁন, মুক্তি যোদ্ধার সন্তান ও সোসাইটির সদস্য তাহমিনা গাজী, মানুষের মানবতার কল্যানে রেডক্রিসেন্ট সোসাইটি এগিয়ে চলছে।