শাহ্ মোঃ মামুনুর রহমানঃ হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে বহিরাগত দালালদের দখলে। তালিকায় নাম থাকলে ও রহশ্যজনক কারনে ব্যবস্হা নিচ্ছে না হাসপাতাল কতৃপক্ষ। পূর্বে দালাল নির্মূলে -কমিটি থাকলে ও বর্তমানে ব্যবস্হা নিচ্ছে না হাসপাতাল কতৃপক্ষ। জানা যায়, জেলার ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসার জন্যে গুরুত্বপূর্ণ এই হাসপাতাল। চিকিৎসা নিতে এসে দালালদের কাছে জিম্মি হয়ে পড়ছেন গ্রামাঞ্চলের সাধারণ রোগীরা। দালালদের সিন্ডিকেট এতোই শক্তিশালী যে তাদেরকে ছাড়া কোনো ওষুধপত্র বাহির থেকে কেনা যায় না। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার বার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সচেতন মহল অভিযোগ করলে ও কোন ব্যবস্হা নেয়া হচ্ছে না।হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিদিনই প্রতারিত হচ্ছেন বিভিন্ন গ্রাম থেকে আসা সহজ-সরল লোকজন। দালালদের খপ্পরে পড়ে অনেক রোগীর প্রাণহানির ঘটনাও ঘটেছে, এমন নজির ও রয়েছে। হাসপাতালের সামনে বিভিন্ন ফার্মেসী ও শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকের সহায়তায় সক্রিয় এই দালাল চক্র। তাদের চত্রছায়ায় হাসপাতালে ঘটছে প্রতি নিয়ত চুরি চিনতাই।
তাদের বিরুদ্ধে ব্যবস্হ্যা নিতে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছে সচেতন মহল।