মোঃ আবুল কালাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি : দেশের১৩৯টি উপজেলায় প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়।
বুধবার( ৮ এপ্রিল)লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করলেন উপজেলা নির্বাচন অফিস।
তথ্য মতে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী অংশগ্রহণ করেছেন তারমধ্যে মোঃ লিয়াকত হোসেন বাচ্চু (কাপ পিরিচ) ৩৪,৯১৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় বে-সরকারিভাবে ফলাফল প্রকাশ করেছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মশিউর রহমান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩,৬৫৭ ভোট। ১৪ শত ২২ ভোট বেশি পেয়ে লিয়াকত হোসেন বাচ্চু বেসরকারি ভাবে নির্বাচিত হন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে মোঃ আলাউদ্দিন মিয়া (মাইক) প্রতীক নিয়ে নির্বাচন করে ২০,৬২৮ ভোট পেয়ে কে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বাপ্পি শোয়েব আহমেদ (উড়োজাহাজ) প্রতিক নির্বাচন করে ১৬৭৪০ ভোট পেয়েছে। অর্থাৎ ৩৮৮৮ বেশি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয় আলাউদ্দিন।
এছাড়াও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মোছাঃ শারমিন সুলতানা সাথী (কলস) প্রতীক কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৪৬০০০।