ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে গত শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে কয়েকজন নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে আগামী সোমবার (২৯ মার্চ) দোয়া মাহফিল ও ২ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম।
তিনি বলেন, নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও গ্রেফতারদের মুক্তি এ দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে তারা দু’দিন পর পরবর্তী কর্মসূচি দেবেন।
এর আগে বিকেলে মাওলানা জুনায়েদ আল হাবীব বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে আরও ২৪ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দেন। কিন্তু পরবর্তীসময়ে তারা এ ঘোষণা থেকে সরে দোয়া মাহফিল ও বিক্ষোভ কর্মসূচি দেন।