দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোয় কর্মরত ১১৮ জন সহযোগী অধ্যাপকের পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো।
এতে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩১ ডিসেম্বর পূর্বাহ্ণে স্ব স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন। পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।