নতুন ভ্যাট আইনে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান আছে। তা না হলে ১০ হাজার টাকা জরিমানা এবং নির্ধারিত ভ্যাটের টাকার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হয়। প্রশাসনিক আদেশ দিয়ে সময় বৃদ্ধি করার সুযোগ নেই।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘এ দুর্যোগের মধ্যে অনেক মালিক প্রতিষ্ঠান খুলতে পারেননি। রিটার্ন প্রস্তুত করা যাচ্ছে না। তাহলে তাঁরা কীভাবে রিটার্ন দেবেন? রিটার্ন না দিলে ১০ হাজার টাকা জরিমানা হয়ে যাবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার কাছে সময় বাড়ানোর আবেদন করেছি।’
এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে আড়াই লাখের মতো প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। তাদের দুই লাখের বেশি নিয়মিত রিটার্ন দেয়। আর এক লাখের বেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনলাইনে বা ঘরে বসেই রিটার্ন জমা পড়ে।
সূত্রঃ প্রথম আলো