1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

১৮ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি সুগার মিলের আগুন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

১৮ ঘণ্টা পার হলেও পুরোপুরি নেভেনি  চট্টগ্রামের কর্ণফুলীতে সুগার মিলে লাগা আগুন এখনো পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

গতকাল সোমবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে মিলটির ১ নম্বর গুদামে আগুন লাগে। খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাতেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভেনি। আগুন নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, ওই চিনির কারখানায় আগুন লাগার পর সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তারা সংবাদ পায়। এর পর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি, কালুরঘাট থেকে দুটি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ ছাড়া নৌ, বিমান ও সেনাবাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে।

এদিকে আগুন লাগার কারণ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আগুনে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। এস আলম সুগার মিলের ম্যানেজার মোহাম্মদ হোসেন বলেন, ধারণা করছি, শর্ট সার্কিটের কারণে আগুন ধরতে পারে। বাকিটা তদন্তের বিষয়। ভালো চিনি যেগুলো আছে সেগুলো সেফ করার চেষ্টা করা হচ্ছে। সেগুলো ঠিক সময়ে বাজারে চলে যাবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি