1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

১/নারী সমাজ শিক্ষা,সংস্কৃতি,কর্মক্ষেত্র সর্বদিকে এগিয়েছে – বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা

সঞ্জয় বড়ুয়া
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

সঞ্জয় বড়ুয়াঃ

নারী সমাজ এখন আর আগের মতো পিছিয়ে নেই শিক্ষা, সংস্কৃতি, কর্মক্ষেত্র সর্বদিকে এগিয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যত বেশি এগোবে ততই সমাজ-দেশ সুন্দর হবে। নারী পুরুষ দুইজন যদি সহশীল হয় কাজের ক্ষেত্রে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। গত ২৩ ডিসেম্বর শনিবার বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সংগঠনের মুখপত্র ‘যশোধরা’ প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বিকেল তিনটায় অনুষ্ঠিত সংগঠনের সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তার সভাপতিত্বে  লাবন্যা বড়ুয়া ও পারমিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দানশীল ব্যক্তিত্ব লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী এম.জে.এফ ও উদ্বোধন করেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ডা. উত্তম কুমার বড়ুয়া পিএইসডি। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা লায়ন টিংকু বড়ুয়া, অধ্যাপিকা স্মৃতি বড়ুয়া ও রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রেখা রানী বড়ুয়া, সদস্য সচিব ঝুম্পা বড়ুয়া, সংগঠক স্বদেশ কুসুম চৌধুরী, শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, শ্যামল কান্তি বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া, ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, সবুজ বড়ুয়া শুভ, মৃদুল বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, শেলী বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, শিক্ষক রণী বড়ুয়া প্রমূখ। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শিক্ষিকা নেভী বড়ুয়া।

অনুষ্ঠানে সংগঠনের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। এতে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট সংগঠক রেখা রানী বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সংগঠক মিসেস ঝুম্পা বড়ুয়া। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের মুখপত্র ‘ যশোধরা’ প্রকাশ   করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি