1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

২দিন পর রাতের আধারে বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত মো: রাজু মিয়ার (২০) লাশ রাতের আধারে ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার রাত ১১ টার দিকে উপজেলার জগদল বিওপি সীমান্তে বিজিবি ও পুলিশকে রাজুর মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হার্ট ইউনিয়নের গড়িয়ালী গ্রামের বাসিন্দা মো. হবিবরের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাজুর লাশ বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করেছে। লাশ গ্রহণের পরপর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় আজ বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজুসহ কয়েকজন মিলে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিট সীমান্ত এলাকায় বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫এস হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁও এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় রাজু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি